শীতকালের সবজি ও গুনাগুনঃ


শীতকালের সবজি ও গুনাগুনঃ

ভিটামিন এর অন্যতম উৎস হল শাক সবজি।এমনকি মিনারেল এর উতস ও হল শীতকালের শাক সবজি।এটি মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।শরীর রক্ষায় শীতকালের সবজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বছরের প্রায় সব সময়ই শাক সবজি পাওয়া যায়।তবে শীতকালে বেশি ভাল ভাল সবজি পাওয়া যায়।শীতের সবজি ত্বকের জন্য বেশ ভাল।এছাড়া ত্বকের  সজীবতা ধরে রাখে।দেহের পানির ঘাটতি পুরনে শীতের সবজি ভুমিকা রাখে।




শীতের সময় বাজার বেশি পাওয়া যায় ফুলকপি,বাধাকপি,লালশাক,ওলকপি,শিম,মটরশুটি,গাজর,ব্রকলি টমেটু,ধনিয়া পাতা।শীতকালীন সবজিতে রয়েছে আশ,ভিটামিন,ফাইবার,পটাশিয়াম রয়েছে।
পোস্ট সুচিপত্রঃ

আরো পড়ুনঃডেঙ্গুর লক্ষন

ফুলকপির গুনাগুন

শীতকালীন সবজি ফুলকপি সবার প্রিয়।এটি কিডনির পাথর গলাতে সাহায্য করে।ফুলকপিতে রয়েছে ভিটামিন এ,বি,সি,আয়রন।এমনকি বাধাকপিতেও একই উপাদান রয়েছে।

শাকের গুনাগুন

শাকের মধ্যে লাল শাক সবার থেকে এগিয়ে আছে।এতে রয়েছে ক্যালসিয়াম।পালংশাকে রয়েছে আয়রন,ফলিক।পালংশাক পায়ু পথের সমস্যা দূর করে।

শিমের গুনাগুন

শিম হল আমিষের ভান্ডার।শিমে রয়েছে প্রচুর আমিষ। শিম পাকস্থলির শক্তি বাড়ায়।শিশুদের অপুষ্টি দূর করে।মেয়েদের লিউকরিয়া দূর করে।

মটরশুটির গুনাগুন

মটরশুটিতে রয়েছে প্রচুর ক্যালরি।রক্তচাপ নিয়ন্ত্রন করতে টমেটুর  বিকল্প নেই।টমেটুতে প্রচুর ভিটামিন সি রয়েছে যা দাত গঠনে ভুমিকা রাখে।টমেটু ক্যান্সার প্রতিরোধ করে।

গাজরের গুনাগুন

সবজির মধ্যে গাজর অন্যতম।দাতের সুরক্ষায় গাজর উপকারে আসে।লিভার সুরক্ষায় গাজর অনেক ভুমিকা রাখে।

ব্রকলির গুনাগুন

ব্রকলি অন্যতম নতুন এক সবজি।যা দেখতে ফুলকপির মত।এতে প্রচুর আয়রন রয়েছে।ব্রকলি চোখের রোগ দূর করে।এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ধনিয়া পাতার গুনাগুন

ধনিয়া পাতা এখন সারা বছর পাওয়া যায়।ধনিয়া পাতা সালাদ হিসাবে খাওয়া হয়।এতে প্রচুর ভিটামিন সি এবং এ রয়েছে।এছাড়া চুলের ক্ষয় দূর করে।মুখের নরম অংশ রক্ষা করে।
সুতরাং বলা যায় শীতের সবজির অনেক উপকার।তাই আমাদের সবাই উচিত শীতের সবজি বেশি করে খাওয়া।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্কয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url