বাংলা আর্টিকেল লিখার নিয়ম


বাংলা আর্টিকেল লেখার নিয়ম,এসইও আর্টিকেল লেখার নিয়ম সবই থাকছে এই পোস্ট এর মাঝে।নিয়ম মেনে আর্টিকেল লিখলে গুগলে সহজে র‍্যাংক করা যায়।

                                              
এসইও আর্টিকেল অতি জরুরী বিষয়।বাংলা আর্টিকেল লিখতে হলে আপনাকে বিষয় নির্ধারণ করতে হবে তারপর উক্ত বিষয়ে কি ওয়ার্ড রিসার্চ করতে হবে।

পোস্ট সূচিপত্র

                                                               

বাংলা আর্টিকেল লিখার নিয়ম এবং গুরুত্ব

আর্টিকেল লিখার প্রথম ধাপ হচ্ছে বিষয় নির্ধারণ করা।পাশাপাশি কি ওয়ার্ড রিসার্চ করা অনেক জরুরী।
তাই নিচের বিষয়গুলো মাথায় রাখতে হবেঃ

বিষয় নির্ধারণঃপ্রথমত বিষয় নির্ধারণ করতে হবে।এটি আপনার লিখার উদ্দেশ্য আরো ফুটিয়ে তুলতে সাহায্য করবে।

ধারনাঃলিখার শুরুর দিকে লেখককে আগে ধারনা নিতে হবে নাহলে লিখতে পারবেনা।

সঠিক তথ্যঃআপনি যেই বিষয়ে লিখবেন তার সঠিক তথ্য থাকতে হবে।সঠিক তথ্য না পেলে পাঠক আপনার লিখা পড়তে আগ্রহ প্রকাশ করবেনা।

লিখার কৌশলঃআপনার লিখা স্পষ্ট হতে হবে।সহজ ভাষায় লিখতে হবে।যেন পাঠক সহজে সবকিছু বুঝতে পারে।

সংক্ষেপে লিখাঃকিছু লিখলে আপনাকে অবশ্যই সংক্ষেপে লিখতে হবে।সংক্ষেপে কিছু লিখলে পাঠক তা পড়ে আর বুঝতেও সুবিধা হয়।

পরিচ্ছন্নতা বজায়ঃলিখার সময় পরিস্কারভাবে লিখতে হবে যেন পাঠক তা পড়ে আনন্দ পায়।

ত্রুটি যাচাইঃলিখা শেষ হলে তা আবার ভাল করে পড়তে হবে।কেননা লিখায় ভুল থাকতে পারে।সেক্ষেত্রে ত্রুটি যাচাই করে নিতে হবে।

ধারনা প্রকাশঃলিখার মাঝে ধারনা প্রকাশ থাকতে হবে।একটা বিষয় মনে রাখতে হবে লিখা যত স্বাভাবিক হবে আর্টিকেল তত ভাল হবে।

বানান সঠিক রাখাঃলিখার সময় বানান সব সময় চেক করে নিতে হবে।কেননা বানান ভুল হলে এটি এসইও এর নিয়ম এর বাইরে চলে যেতে পারে।


এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখার নিয়ম

এসইও মানে হল Search engine optimization(SEO).এটা ছাড়া আপনি গুগলে র‍্যাংক করাতে পারবেননা।
আর্টিকেল গুগলে র‍্যাংক করাতে হবে এসইও দরকার।যার জন্য এসইও থাকতেই হবে।তাছারা আপনাকে ওয়ান পেজ এসইও ভালভাবে শিখতে হবে।
তাছাড়া কয়েকটি বিষয় মাথায় রাখতে হবেঃ

টার্গেট কিওয়ার্ডঃকীওয়াড এর জন্য Ahrefs থেকে দেখে নিতে পারেন।এটি আপনাকে অনেক সাহায্য করবে।

আর্টিকেল এর দীর্ঘতাঃআর্টিকেল কত বড় হবে তার জন্য SEO Rampler ব্যবহার করতে পারেন।এটা আপনাকে ধারনা দিবে আর্টিকেল কত বড় হবে।

ধরনঃটার্গেট কিওয়াডকে গুগলের মাধ্যমে দেখে নিতে পারেন কোন আর্টিকেল র‍্যাংকিং এ আছে।
আসুন এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করিঃ

                                                সার্চ ইঞ্জিন ওপ্টিমাইজেশন

আর্টিকেল লিখার নিয়ম ০১

পোস্ট লিখার আগে বিষয় বেছে নিতে হবে।কেননা বিষয় বস্তু ছাড়া আর্টিকেল লিখা সম্ভব নয়।কিওয়াড রিসার্চ করার কিছু ফ্রি টুল আছে যার সাহায্য নিয়ে আপনি কিওয়াড রিসার্চ করতে পারবেন।
google keyword planner লিখলে আপনারা পেয়ে যাবেন
  • Ahrefs
  • Keyword generator
  • google keyword planner 
এই টুলস গুলো আপনি ব্যবহার করতে পারেন।কিওয়াড রিসার্চ না করে যদি আপনি আরটিকেল লিখেন তাহলে আপনি কখনই র‍্যাংকিং করাতে পারবেন না গুগলে।
আপনি যেই আর্টিকেল লিখছেন তার সুচিপ্ত্র থাকতে হবে।কারন পাঠকরা অল্প সময়ে বুঝতে পারবে আর পড়ার আগ্রহ প্রকাশ করবে।
আর্টিকেল এর ক্ষেত্রে টাইটেল সিলেক্ট অনেক জরুরী।আপনি যা সিলেক্ট করছেন সেইটাই আপনার টাইটেল।

আর্টিকেল লিখার নিয়ম ০২

কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করাঃফ্রি ছবি ব্যবহার করার জন্য আপনাকে গুগঅলে যেতে হবে তারপর ইমেজে চলিক করতে হবে তারপর টুলস এ ক্লিক করতে হবে এরপর ইউজ রাইট অপশনে যেয়ে ক্রিয়েটিভ কমন লাইসেন্স এ ক্লিক করলে অনেক ফ্রি ছবি আসবে আপনি তা ডাউনলোড করতে পারবেন।

স্কিনশট যুক্ত করাঃকন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনাকে প্রফেশনাল ভাবে স্কিনশট নিয়া জানতে হবে।খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত অংশ চলে না আসে।এইক্ষেত্রে light shot  সফটয়ার ব্যবহার করলে ভাল স্কিনশট নিয়া যায়।

                                                    স্ক্রিনশট নেবার নিয়ম
                                             
ফিচার ইমেজ যুক্ত করাঃলিখার মাঝে একটা ছবি দিলে কতইনা ভাল লাগবে?তাই ছবি দিতে হবে।লিখার সাথে মিল করে ফিচার ইমেজ বানান।এতে আপনার আর্টিকেল দেখতে আরো ভাল লাগবে।আর্টিকেলের জন্য একটা ভাল ফিচার ইমেজ বানিয়ে রাখবেন।

গ্যাপ দিয়ে লিখাঃলিখার সময় অবশ্যই গ্যাপ দিয়ে লিখতে হবে।খুব বেশি গ্যাপ দিয়া যাবেনা ।এমন গ্যাপ দিতে হবে যেন পাঠকের পড়ে ভাল লাগে।

পোস্ট ফরমেটিংঃলিখাটি বইয়ের পাতার মত হতে হবে।বইয়ের লিখার মতন হলে পাঠক পড়তে বেশি আগ্রহ প্রকাশ করবে।পুরা পোস্টকে জাস্টিফাই এলাইনমেন্ট এ রাখতে হবে।ছবির ক্ষেত্রে পিকচার এলাইনমেন্ট ব্যবহার করা উচিত।

আর্টিকেল লিখার নিয়ম ০৩

ভুমিকা যুক্ত করাঃলিখার ক্ষেত্রে ভুমিকা থাকতে হবে।কন্টেন্ট  সবসময় শুরু হবে ভুমিকা দিয়ে।তাই ভুমিকা যুক্ত করতে হবে।আবার ভুমিকা অতিরিক্ত লিখা যাবেনা।খুব বেশি হলে৩-৫ লাইন ভুমিকা লিখলে ভাল হয়।
 
আরও পড়ুন সেকশন যুক্ত করাঃআপনি যেই বিষয় নিয়ে লিখবেন সেই পোস্ট এর কোন এক জায়গায় আরও পড়ুন সেকশন যুক্ত করতে হবে।সেইখানে অন্য কন্টেন্ট এর লিংক দিতে হবে।


                                                  আরও পড়ুন সেকশন এড করা


সঠিকভাবে ফোকাস কিওয়াড এর ব্যবহারঃএকটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখার গুরুত্বপূর্ণ বিষয় হল ফোকাস কিওয়াড এর ব্যবহার।ফোকাস কিওয়াডটি পুরো পোস্ট জুড়ে ভাল করে ব্যবহার করতে হবে।এই ফোকাস কিওয়াড এর মাধ্যমে আপনার আর্টিকেল গুগুলে র‍্যাংকিং করবে অবশ্যই।

আর্টিকেল পুনরায় পড়াঃলিখা শেষ হয়ে গেলে আর্টিকেলটি ভাল করে পড়ে দেখবেন।কেননা ভুল থাকতেই পারে।বানান ভুল থাকলে তা ঠিক করে পোস্ট পাবলিশ করবেন।

পার্মালিংক যুক্ত করাঃএটি হল আর্টিকেল এর পুরো সোর্স।এর সাহায্য নিয়ে পাঠক সহজে একটি কন্টেন্ট খুজে পায়।ইংলিশ কিওয়াড এ ২ থেকে ৫ শব্দের মধ্যে লিখতে হবে শব্দগুলো।
কিছু বিশেষ শব্দ পার্মালিংক এ ব্যবহার করা উচিৎ নয় যেমন-(A,An,The)।

আর্টিকেল বিশ্লেষণঃযদিও এটি কস্টকর বিষয় কিন্তু র‍্যাংকিং এ নিয়ে যাওয়া তেমন সহজ নয়।রেজাল্ট বিশ্লেষণ আপনাকে টপ র‍্যাংকে নিয়ে যেতে সাহায্য করবে।এনালাইসিস করে আপনার কন্টেন্ট কে একটি রুপরেখায় তৈরী করুন।

লেখকের মন্তব্য

আর্টিকেল লিখতে হবে প্রথমে জানতে হবে এসইও নিয়ে।কেননা এসইও ছাড়া আপনি গুগলে আপনার আর্টিকেল র‍্যাংক করাতে পারবেন না।উপরের বিষয়গুলা মাথায় রাখলে সহজে আপনি ব্লগ সাইটে র‍্যাংক করাতে পারবেন।আপনি দ্রুত টাকা ইনকাম করতে পারবেন।

পাঠকগন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন।এই পোস্টটি অতি জরুরী পোস্ট।পোস্টটি পড়ে যদি আপনাদের কারও ভাল লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন।আর অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন।












এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্কয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url